skip to content
Sunday, June 16, 2024

skip to content
HomeScrollগণছুটিতে এয়ার ইন্ডিয়ার ৩০০ কেবিন ক্রু, বাতিল ৮৬টি বিমান
Air India

গণছুটিতে এয়ার ইন্ডিয়ার ৩০০ কেবিন ক্রু, বাতিল ৮৬টি বিমান

বিমান বন্ধের জেরে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ পরিষেবায় প্রভাব পড়েছে

Follow Us :

নয়াদিল্লি: এয়ার ইন্ডিয়া (Air India) এক্সপ্রেসে কর্মীসঙ্কট! গণছুটি কেবিন ক্রুদের (Crew Mass Sick Leave), বাতিল প্রায় ৮৬টি বিমান। সমস্যায় পড়েছেন যাত্রীরা। বিমান কর্তৃপক্ষ সূত্রে খবর, আচমকাই শতাধিক কেবিন ক্রু অসুস্থ হয়ে পড়েন। একসঙ্গে প্রায় ৩০০ কর্মী আচমকাই ছুটি নিয়েছেন, যার ফলে এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে বলে জানাচ্ছেন, এয়ার ইন্ডিয়ার এক আধিকারিক। কর্মীসঙ্কটের জেরে ৮৬ টিরও বেশি বিমান বাতিল করতে বাধ্য হয়েছে বিমান সংস্থা। বিমান বন্ধের জেরে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বিমান পরিষেবায় ব্যাপক প্রভাব পড়েছে।

সূত্রের খবর, কেবিন ক্রুদের একটি অংশ আচমকাই অসুস্থ বলে রিপোর্ট করেছে, যা গত রাত থেকে শুরু হয়েছে। যার ফলে বেশকিছু বিমান দেরিতে ছেড়েছে এবং বাতিল হয়েছে। এয়ার ইন্ডিয়ার শতাধিক কেবিন ক্রু অসুস্থ হয়ে পড়েছেন। সকলেই ছুটি নিয়েছেন। সকলের মোবাইল ফোন বন্ধ। একসঙ্গে এত কর্মী আচমকাই ছুটি নেওয়ায় প্রভাব পড়েছে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বিমান পরিষেবায়। এই সমস্যাটি সমাধান করার জন্য দ্রুত চেষ্টা করছে বিমান সংস্থা। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (Air India Express Flights) ম্যানেজমেন্ট চেষ্টা করছেন সেই কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে।

আরও পড়ুন: মহারাষ্ট্রে ভোট প্রক্রিয়া শেষে ১ ঘণ্টা ট্রেক করে ফিরলেন পোলিং অফিসারেরা

এয়ার ইন্ডিয়ার মুখপাত্র বিবৃতি দিয়ে বলেন, আমাদের কেবিন ক্রুদের একটা বড় অংশ শেষ মুহূর্তে অসুস্থ বলে জানিয়ে ছুটি নিয়েছেন। এর ফলে বিমান পরিষেবা বিলম্বিত হচ্ছে। অনেক বিমান বাতিল করা হয়েছে। আমরা এই অপ্রত্যাশিত ব্যাঘাতের জন্য আমাদের অতিথিদের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। এই পরিস্থিতিতেও আমরা পরিষেবা দেওয়ার জন্য চেষ্টা করছি। কিন্তু কেন এমন পরিস্থিতি? টাটা গোষ্ঠীর সংস্থাটিতে নতুন যে চাকরির শর্ত দেওয়া হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে। মনে করা হচ্ছে অনেকেই। নয়া নিয়োগ পদ্ধতি নিয়ে কয়েক দিন ধরেই অসন্তোষ দেখা দিয়েছে কর্মীদের মধ্যে। অনেকের মতে, কর্মীদের গণছুটি নেওয়া নিয়োগ নীতির বিরুদ্ধে প্রতিবাদও হতে পারে।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular